আস-সালামু অলাইকুম । শাঈখ একটি বড় মানসিক যন্ত্রণায়া আছি। যন্ত্রণার বিষয়টি কাউকে জিজ্ঞেস করতে গেলেও নিজেকে পাগল মনে হয়! যে এটা আবার কেমন প্রশ্ন! তবুও আপনাকে করি। শাঈখ আমার প্রশ্ন ও মানসিক যন্ত্রণার বিষয়ঃ এই যে আমরা নামাজ পরি ,তারপর একটি স্বাদ পাই। যারা ভালোভাবে নামাজ পড়ে তারা স্বাদটা পায়। এখন আমি খেয়াল করি যেদিন বাসার পাশে পাখি ডাকে অনেক সুন্দর পরিবেশ থাকে। সেদিন মনোযোগ দিয়ে নামাজ না পরলেও অনেক স্বাদ লাগে। আসলে স্বাদটা প্রকৃতির সোন্দর্যের । এখন এটা নিয়ে আমি বিভ্রান্ত, এটা কি প্রকৃতির স্বাদ, নাকি নামাজের স্বাদ! এটা নিয়ে যদি একটু বলতেন। আবার অন্যদিন পরিবেশ সুন্দর না থাকলেও নামাজে মনোযোগ অনেক দিয়েও স্বাদটা পাইনা।