As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6078

সুদ-ঘুষ

প্রকাশকাল: 20 Sep 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, শায়খ, আমাদের এক প্রতিবেশী যে কোনো অভাবের কারণে তার থাকার বাড়িটি বন্ধক রাখতে চাচ্ছেন। আমার কয়েকজন বন্ধু মিলে সেটা বন্ধক রাখতে চাচ্ছি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত। বাড়ির মালিক আমাদের কথা দিয়েছেন যে তিনি এই মেয়াদ এর মধ্যে আমাদের টাকা আমাদের ফেরত দিবেন, তিনি এও বলেছেন যদি তিনি এই মেয়াদ এর মধ্যে টাকা ফেরত দিতে না পারেন তাহলে তার বাড়ি আমাদের কাছে বিক্রি করবেন।এবং তিনি বন্ধক থাকা কালীন আমদেরকে প্রতি মাসে কিছু টাকা ভাড়া হিসেবে দিবেন। এখন আমার প্রশ্ন হল যতদিন পর্যন্ত আমাদের টাকা উনার কাছে থাকবে ততোদিন আমার যে ভাড়া হিসেবে নিবে সেটা কি সুদ অথাবা হারাম হিসেবে গন্য হবে? বন্ধক টাকার পরিমাণ ৫ লাখ এবং ভাড়া হিসেবে উনি দিতে চাচ্ছে ৪ হাজার টাকা প্রতিমাসে। ধন্যবাদ উত্তরটির প্রত্যাশায় রইলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না,বন্ধকের বিনিময়ে কোন উপকার ভোগ করা জায়েজ নেই। সুতরাং বাড়ি থেকে ভাড়া নেয়া সুদ হিসেবে গণ্য হবে। যদি টাকা তিনি পরিষোধ করত না পারেন, মেয়াদ শেষে বাড়ি বিক্রি করে ৫ লাখ টাকা নিয়ে বাকী টাকা তাকে দিয়ে দিবেন। ঋন দিয়ে যেন কেউ পালিয়ে যেতে না পারে সে জন্য বন্ধক এর নিয়ম। বন্ধক দেয়া-নেয়া লাভজনক কোন ব্যবসা নয়।