As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6077

সালাত

প্রকাশকাল: 19 Sep 2022

প্রশ্ন

একদিন আমার ফযরের নামাযটা কাযা হয়ে যায়। যুহরের আগ পর্যন্ত মারাত্মক এক সমস্যায় থাকায় আমি ফযরের কাযাটা আদায় করতে পারিনি। তারপর যোহরপর সময় আমি সব সমস্যা থেকে মুক্ত হই ও মসজিদে যাই। মসজিদে গিয়ে দেখি যুহরের জামাত শুরু হয়ে গেছে! এখন আমি কি করবো? আগে ফযরের কাযা আদায় করবো না যুহরের জামাতে শরিক হবো? আর যুহরের জামাতে শরিক হলে ফযরের কাযাটা কখন পড়বো??

উত্তর

আপনার যদি এই ফজরের পূর্বে জীবনে কোন নামায কাযা থাকে তাহলে আপনি যুহরের জামাতে শরীক হয়ে যুহরের নামায আদায় করবেন। আর যদি জীবনে পূর্বের কোন নামায কাযা না থাকে তাহলে আগে ফজরের কাযা নামায আদায় করে তারপর জামাতে শরীক হবেন। এই ক্ষেত্রে মাসআলাতে ভিন্নমতও আছে। পূর্বে কোন নামায কাযা নেই এমন মানুষ খুব কম। যেহতু অধিকাংশ মানুষেরই কিছু নামায কাযা থাকে শুতরাং যোহরের নামায আগে আদায় করে তারপর ফজর পড়তে হবে।