As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6075

অর্থনৈতিক

প্রকাশকাল: 17 Sep 2022

প্রশ্ন

ব্যবসায়িক ক্ষেত্রে অথবা বাড়ি করার ক্ষেত্রে বাড়ির অন্যান্য কাজ করার ক্ষেত্রে ব্যাংক থেকে টাকা উঠাতে হয়। কারণ টেক্স এর লোক এসে ঝামেলা করে। এক্ষেত্রে আমার করনীয় কি? যদিও আমার নিজের টাকা থাকেও। আর একটা প্রশ্ন হল মহিলাদের সাদাস্রাব হলে কাপড় পাল্টাতে হবে কিনা।  আর একটা প্রশ্ন হল সফরের কসর নামাজ বিস্তারিত জানতে চাই। কারণ অনেকেই বলে সফরের নিয়ত করলে ঘর থেকেই কসর হয়।

উত্তর

ঝামেলাই পড়তে হয় না, এতটুকু পরিমাণ ব্যবসা করবেন। সুদের ভিতর জড়িয়ে বড় ব্যবসার কোন দরকার নেই। আল্লাহ অল্পতেই বরকত দান করবেন। জ্বী, কাপড়ে লাগলে কাপড় পাল্টাতে হবে। কারণ সাদা স্রাব নাপাক। ৭৯ কিলেোমিটার দূরত্বে সফরের নিয়তে বাড়ি থেকে বের হয়ে নিজ এলাকার বাইরে গেলে মুসাফির হিসেবে গণ্য হবে। এই অবস্থায় একাকী সালাত আদায় করলে ৪ রাকআত বিশিষ্ট সালাতগুলো ২ রাকআত আদায় করতে হবে। স্থানীয় ইমামের পিছনে জামাতে পুরো ৪ রাকআতই আদায় করতে হবে।