As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6071

বিবাহ-তালাক

প্রকাশকাল: 13 Sep 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। বিয়ের দেনমহর দেওয়ার উদ্দেশ্যে গত ৩ মাস আগে দেশের বাহিরে থেকে কিছু সোনা কিনেছি। তখন সোনার দাম ছিল কম এবং দেশের তুলনায় দেশের বাহিরে দাম সব সময় কম থাকে। আমি এখন সেই সোনা দিয়ে দেনমোহর পরিশোধ করতে চাচ্ছি। আমার প্রশ্ন হল আমি সোনার দাম কোনটা ধরবো? ৩ মাস আগে যে টাকা দিয়ে কিনছি সেটা, নাকি বতমান বাংলাদেশের বাজার মূল্য যেটা হয় সেটা।

উত্তর

ওয়া আলাইকুুমুস সালাম। কোন বাজার মূল্য ধরা লাগবে না। যতটুকু স্বর্ণ দিবেন ততটুকু দেন মোহর হিসেবে গণ্য হবে। দেন মোহর দেয়ার জন্য স্বর্ণের বাজার মূল্য ধরার কোন প্রয়োজন নেই। যাকাত দেয়ার প্রয়োজন হলে বর্তমান বাজার মূল্য প্রযোজ্য হবে।