As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6062

বিবাহ-তালাক

প্রকাশকাল: 4 Sep 2022

প্রশ্ন

আমি গত ৬ বছর যাবত একটা মেয়ের সাথে কথা বলি এবং গত ২ বছর ধরে তাকে বিয়ে করার চেষ্টা করি, কিন্তু মেয়ের পরিবার রাজি হয় না দেখে আমি, আমার কিছু আত্মীয় ওর বাড়ি থেকে ওরে নিয়ে আসি, এবং বিয়ে করি, আমার পরিবার রাজি ছিলো এবং ২ বছর ধরে আমার পরিবার, আমি, ওর দাদা( দাদার ভাই) সবাই ওর পরিবার কে বুঝানোর চেষ্টা করেও পারি নাই, ওরে নিয়ে আসার সময় ওর মা বাবা তেমন বাধা দেয়নি, এখন আমার প্রশ্ন হলো আমাদের বিয়ে কি জায়েজ হবে কিনা? আমার বউ এর বয়স ২২, দয়া করে জানাবেন।

উত্তর

এভাবে জোর করে মানুষের মেয়ে ধরে এনে বিবাহ করা কোন ভালো সভ্য মানুষের কাজ না। বিবাহ হলো অভিভাবকদের সম্মতিক্রমে তাদের ব্যবস্থপনায় হওয়া একটি বরকতময় কাজ। বিবাহ যদি জায়েজ হয়ও তবুও এমন সন্ত্রাস ও ত্রাস সৃষ্টি কখনোই জায়েজ নেই।   অধিকাংশ আলেমের মতে অভিভাবকের সম্মতি ছাড়া মেয়েদের বিবাহ জায়েজ নেই। বিস্তারিত জানতে দেখুন আমাদের দেয়া 41 নং প্রশ্নের উত্তর দেখুন।