As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6056

অর্থনৈতিক

প্রকাশকাল: 29 Aug 2022

প্রশ্ন

আমার একটা প্রশ্ন জিজ্ঞাসা ছিল? আমি কম্পিউটার দোকান চালাই। অর্থাৎ কম্পিউটারে লেখালেখির কাজ করি। আমার দোকানে জমি ভোগরেহান বা বন্ধক নামার অনেক দলিল লেখা লেখি করি। ভোগরেহান বা বন্ধকমামা নামে জমি লেনদেন জায়েজ নাই। তাহলে কি এর দলিল লেখা ও এর মাধ্যমে ইনকামও হারাম হবে? সঠিক উত্তর পেলে উপকৃত হবো।

উত্তর

এই কাজ বাদ দিয়ে একটি স্বচ্ছ ও সুন্দর উপার্জনের ব্যবস্থা করুন। হালাল-হারামের সন্দেহযুক্ত কোন কাজ করতে নেই।

 রাসূলুল্লাহ সা. বলেছেন,إِنَّ الْحَلاَلَ بَيِّنٌ وَإِنَّ الْحَرَامَ بَيِّنٌ وَبَيْنَهُمَا مُشْتَبِهَاتٌ لاَ يَعْلَمُهُنَّ كَثِيرٌ مِنَ النَّاسِ فَمَنِ اتَّقَى الشُّبُهَاتِ اسْتَبْرَأَ لِدِينِهِ وَعِرْضِهِ وَمَنْ وَقَعَ فِى الشُّبُهَاتِ وَقَعَ فِى الْحَرَامِ নিশ্চয় হালালকাজগুলো বলে দেয়া হয়েছে এবং হারামগুলোও বলে দেয়া হয়েছে। এই দুয়ের মাঝে আছে সন্দেহযুক্ত বিষয়। অধিকাংশ মানুষ তা জানে না। সুতরাং যে সন্দেহ থেকে বেচেঁ থাকবে সে তার ধর্ম ও সম্মানকে মুক্ত রাখবে আর যে সন্দেহের মধ্যে পতিত হবে (অর্থাৎ হালাল নাকি হারাম তা স্পষ্ট হচ্ছে না এমন সন্দেহ যুক্ত কোন কাজ করবে) সে হারাম কাজ করবে। সহীহ মুসলিম, হাদীস নং ৪১৭৮।