আমার একটা প্রশ্ন জিজ্ঞাসা ছিল? আমি কম্পিউটার দোকান চালাই। অর্থাৎ কম্পিউটারে লেখালেখির কাজ করি। আমার দোকানে জমি ভোগরেহান বা বন্ধক নামার অনেক দলিল লেখা লেখি করি। ভোগরেহান বা বন্ধকমামা নামে জমি লেনদেন জায়েজ নাই। তাহলে কি এর দলিল লেখা ও এর মাধ্যমে ইনকামও হারাম হবে? সঠিক উত্তর পেলে উপকৃত হবো।