As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6053

সুদ-ঘুষ

প্রকাশকাল: 26 Aug 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম.. আমি একজন আইনজীবী। আমি ব্যাংকের মামলায় সাহায্য করি, ব্যাংককে উপদেশ দেই, ব্যাংকের হয়ে মামলা লড়ি। এই ক্ষেত্রে আমি কি সুদের গুনাহের মধ্যে পড়বো?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি যেহেতু সরাসরি সুদের কোন কাজের সাথে সম্পৃক্ত নন, সুতরাং আপনার সুদের গুনাহ হবে না আশা করি। কিন্তু এই ধরণের প্রতিষ্ঠানের মামলা পরিচালনা বাদ দেদওয়া উত্তম। সুন্দর ও স্বচ্ছ উপার্জন কাম্য।