As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6040

জাদু-টোনা

প্রকাশকাল: 13 Aug 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, জাদু-টোনা সত্য সেটি আমি বিশ্বাস করি এবং সবকিছু থেকে রক্ষার মালিক আল্লাহ তায়ালা। আমি গ্রামে থাকি, গ্রামের মানুষদের মধ্যে প্রচলিত জাদু-টোনার মাধ্যমে রিযিক ছিনিয়ে নেওয়া যায়। যেমন:কেউ একজনের চাকরি হচ্ছে না বা আর্থিকভাবে অসচ্ছল তখন ভাবা হয় জাদু করে চাকরি বন্ধ করা হয়েছে। অমুক করেছে ইত্যাদি বলে মানুষের মধ্যে একটা বিবাধ লাগিয়ে দেওয়া হয় যা বেশিরভাগ ভন্ড তাবিজ ব্যবসায়ীরা করে থাকে। আমার প্রশ্ন হচ্ছে এইগুলো কি বিশ্বাস করা যাবে? হাদীসে আছে একমাত্র বদনজর ও দুয়া মানুষের তাকদিরকে অতিক্রম করতে পারে। একটু জানালে উপকৃত হবো 

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কিছু খারাপ মানুষ জাদুটোনা করে এটা সত্য। তবে যতটুকু হয় রটে তার বহুগুন। সুতরাং সমস্যা হলেই সেটা জাদুর কারণে হয়েছে এমন মনে করা একটি মানসিক রোগ। বিষয়টি এভাবেই চিন্তা করতে হবে। নিয়মিত সকাল সন্ধ্যার দুঅগুলো পড়লে যাদু টোনা থেকে বেঁচে থাকা সম্ভব।