আস-সালামু আলাইকুম, জাদু-টোনা সত্য সেটি আমি বিশ্বাস করি এবং সবকিছু থেকে রক্ষার মালিক আল্লাহ তায়ালা। আমি গ্রামে থাকি, গ্রামের মানুষদের মধ্যে প্রচলিত জাদু-টোনার মাধ্যমে রিযিক ছিনিয়ে নেওয়া যায়। যেমন:কেউ একজনের চাকরি হচ্ছে না বা আর্থিকভাবে অসচ্ছল তখন ভাবা হয় জাদু করে চাকরি বন্ধ করা হয়েছে। অমুক করেছে ইত্যাদি বলে মানুষের মধ্যে একটা বিবাধ লাগিয়ে দেওয়া হয় যা বেশিরভাগ ভন্ড তাবিজ ব্যবসায়ীরা করে থাকে। আমার প্রশ্ন হচ্ছে এইগুলো কি বিশ্বাস করা যাবে? হাদীসে আছে একমাত্র বদনজর ও দুয়া মানুষের তাকদিরকে অতিক্রম করতে পারে। একটু জানালে উপকৃত হবো