আস-সালামু আলাইকুম। আমি সবসময় মাথা না ঢেকে খাবার খাই। আমার এক রুমমেট যিনি আমার চেয়ে বয়সে বড় এবং তিনি তাবলীগ জামাতের সাথে সংযুক্ত আছেন আর তিনি সুন্নাহ পালনে অধিক আগ্ৰহী। একদিন তিনি আমাকে মাথা না ঢেকে খাবার খেতে দেখে তার নিজের একটি টুপি আমাকে দিয়ে বলেন মাথা ঢেকে খাবার খাওয়া সুন্নাত। আরো বলেন যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত জিন্দা করবে তার জন্য রয়েছে ১০০ শহীদের সওয়াব। সত্যি কী হাদীসে এরকম কিছু বলা হয়েছে।