As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6035

বিবিধ

প্রকাশকাল: 8 Aug 2022

প্রশ্ন

আস-সালামু আলায়কুম, আমার পিতা ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়ে ব্যবসা করতে চায় আমি নিষেধ করলে শোনে নি। তিনি এমনিতেই অনেক টাকা লোন নিয়ে বিভিন্ন কাজ কর্ম করে। আমি নিজে এই টাকায় কেনা খাবার গ্রহন করত্র চাই না, আমি নিরুপাই হয়ে খাই, তবে এখন আবার অনেক টাকার লোন নিচ্ছে আমি কিভাবে নিজেকে ঈমানের উপর রাখব। আমি নিজে একটা প্রাইভেট পড়াই আমি যদি সেখান থেকে নিজের জন্য কিছু খাবার কিনে খাই তাহলে কি এটা বাড়াবাড়ি হবে? আমাকে একটু নসিহ করুন। আমি আমার নিজের টাকায় সাদা ভাত খেতে রাজি আছি। ভুল হলে ধরিয়ে দিন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নিষেধ করার চয়ে বেশী কিছু আপনার করার নেই। যদি নিজের টাকা দিয়ে চলতে পারেন, সেটা করা অবশ্যই উত্তম। এতে করে পিতার উপরেও মানসিক চাপ বাড়বে। আল্লাহ আপনার উপার্জনে বরকত দান করুন। আপনার আব্বাকে হেদায়াত দান করুন।