As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6028

হালাল হারাম

প্রকাশকাল: 1 Aug 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমার বাবা আজকে লটারি ধরে একটা জিনিস পেয়েছে, আমি তাকে নিষেধ করলাম যাতে সে আর লটারি না ধরে, যে জিনিসটা পেয়েছে সেটা কি ব্যবহার কি ঠিক হবে? যদি না হয় কি করা যায়? আমার এখানে কি ভূমিকা হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, এটা ব্যবহার করা জায়েজ হবে না। সেটা কোন গরীব মিসকিনকে দিয়ে দিতে পারেন। আপনার দায়িত্ব হলো আপনি তাকে বুঝিয়ে বলবেন, এটা ইসলামসম্মত না। জোরাজুরি করতে যাবেন না।