As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6018

বিবিধ

প্রকাশকাল: 22 Jul 2022

প্রশ্ন

আস-সালামু আলায়কুম, আমার চাকরি রাতে করতে হয়, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত, ফজরের সালাত আদায়ের পর পরই ঘুমানো রসূল নিষেধ করেছেন কিন্তু আমি ফজরের সালাত এর পরেই ঘুমিয়ে পরি। এ ক্ষেত্রে কি আমাকে কোন পরামর্শ দিতে পারেন?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার কাজ যদি হয় রাতে তাহলে ফজরেরর পর ঘুমাতে কোন সমস্যা নেই। রাতে ঘুমিয়ে ফজরের পর নতুর করে ঘুমানো ভালা না।