আসসালামু আলাইকুম, সালাতে ২টি সিজদাহ্ এর স্থলে ভুলবশত কম বা বেশি হলে করনীয় কি?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। এক রাকআতে সাজদাহ দুটোর চেয়ে বেশী হয়ে গেলে সাজদায়ে সাহু দিতে হবে, নামায পূর্ণ হয়ে যাবে। আর যদি কম হয়ে যায় তাহলে নামাযের মধ্যে যখন মনে হব তখন আরেকটা সাজদাহ দিতে হবে এবং সাজদায়ে সাহু দিতে হবে। যদি একটা সাজদাহ বাদ রেখে নামায শেষ করে ফেলে তাহলে এই নামায বাতিল হয়ে যাবে। পূনরায় এই নামায পড়তে হবে, কারণ সাজদাহ একটি রুকন। রুকন বাদ গেলে নামায সহীহ হয় না। বিস্তারিত জানতে দেখুন