As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5997

অর্থনৈতিক

প্রকাশকাল: 1 Jul 2022

প্রশ্ন

আমার বাবা একটি ব্যাংক চেক জালিয়াতি মামলায় ১৪ লক্ষ টাকার কেচে ফেসে গেছে। মামলাটি রায় হয়েছে ১৫ লক্ষ টাকা ও ৬ মাসের জেল। কিন্তু যারা মামলা করেছে তারা এখন মামলাটি আপোষ করতে চায়। তারা মোট টাকা পায় ২ লক্ষ টাকা। আমরা সেই টাকা ম্যানেজও করেছি ধার দেনা করে। কিন্তু কোর্ট রায় হওয়া মামলা আপোষ করতে চাচ্ছে না। ৫০% টাকা জমা দিয়ে আপিল করতে বলে। আমরা নিরুপায়। আমাদের জমি/চাকরি কোন কিছুই নেই। যারা মামলা করেছে তারা বলেছে ৫০% টাকা জমা দিলে আপিল করার পর আপোষ নামা জমা দিয়ে টাকা উত্তলোন করে তারা তাদের পাওনা টাকা নিবে এবং বাকি টাকা ফেরত দিবে।

উত্তর

আপনরা তো টাকা দিতে অক্ষম, এই অবস্থায় দেশের আইন কী বলে সেটা আমার জানা নেই। আপনারা আপনাদের আইনজীবীর মাধ্যমে আরো ভাল করে আইন জেনে সমাধানের চেষ্টা করুন। কোর্টকে আপনাদের অক্ষমতার কথা এবং আপোষের কথা বলুন। আর আল্লাহ কাছে দুআ করুন। ইনশাআল্লাহ সমাধান আসবে। প্রয়োজনে 01762629405 নাম্বারে যোগাযোগ করবেন যে কোন দিন এশার পর।