কোনো পাপ ভুলে করছি। আমি নিজেও জানিনা যে এটা পাপ। তওবা করছি অন্য পাপের জন্যে। তাইলে কি মাফ পাবো?
উত্তর
যখন জানতে পেরেছেন তখন সেই পাপের জন্য তওবা করে মাফ চাইবেন। এক পাপের জন্য তওবা করলে অন্য পাপ থেকে তওবা হবে না। তবে সকল পাপের জন্য তওবা করে ক্ষমা প্রার্থনা করলে পূর্বের সকল পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন।