As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5985

সালাত

প্রকাশকাল: 19 Jun 2022

প্রশ্ন

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জামা’আতের সাথে এক ওয়াক্ত সালাত (একাকী) পঁচিশ ওয়াক্ত সালাত আদায়ের সমান। কেউ কোন মরুভূমিতে পূর্ণরূপে রুকু’-সিজদা্ সহকারে সালাত আদায় করলে সে পঞ্চাশ ওয়াক্ত সালাতের সাওয়াব পাবে। আচ্ছা আমরা না জেনে যে নামাজ কাযা করেছি তাহলে কি জামাতের সাথে আদায় করলে কাযা নামাজ 25 ওয়াক্ত করে কাফফারা হয়ে যাবে? নাহলে আগের কাযা নামাজের কাফফারা দিবো কিভাবে?

উত্তর

নামায কাযা হলে শুধু কাযা করতে হয়, কাফফারা দিতে হবে না। যত ওয়াক্ত কাজা হয়েছে ততো ওয়াক্ত কাযা করতে হবে। জামাতের সাথে নামায আদায় করলে একাকী নামাযের থেকে ২৫-২৭ গুন সওয়াব হবে, তবে পিছনের কাযা নামাযের কোন কাফফারা হবে না।