As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5982

গুনাহ

প্রকাশকাল: 16 Jun 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমি কবুতর লালন পালন করি। তো আজকে আমার বোন দেখছে যে একটা বিড়াল একটা কবুতরকে কামড়িয়ে মেরে ফেলে দিয়েছে গলায়। তার কিছুক্ষণ পর আমার মা দেখছে যে কবুতরের ঘরের ভিতরে একটা বিড়াল বসে আছে। তারপর আমি আর আমার মা মিলে বিলাইটা কে মেরে ফেলে। এখন কি করা যেতে পারে, এটা থেকে গুনা হলো। আর গুনা হলেই বা কি করা যেতে পারে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, এরকম ক্ষতিকর বিড়াল মেরে ফেললে কোন গুনাহ হবে না।