As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5979

সালাত

প্রকাশকাল: 13 Jun 2022

প্রশ্ন

নামাজের জন্য ওযু করার পর মহিলারা কি পরনের ত্রিপিছের প্যান্ট পরিরর্তন করে, ছায়া পরিধান করতে পারবে?

উত্তর

জ্বী, ছায়া যদি পবিত্র থাকে তাহলে ছায়া পরতে কোন সমস্যা নেই। যে কোন পবিত্র কাপড় পরলেই নামায হবে। ওযুর পরে কাপড় পাল্টালে নামাযের কোন ক্ষতি হবে না।