As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5977

জুমআ

প্রকাশকাল: 11 Jun 2022

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নঃ- (ক) জুমুআর নামাযের সময় আমি কি মসজিদে প্রবেশ করে তাহিয়্যাতুল মসজিদ নামাজ না পড়ে বসে যাব? (খ) কিছুক্ষন বসে ওয়াজ শোনার পর তাহিয়্যাতুল মসজিদ নামাজ পড়া কি শরিয়ত সম্মত? (গ) বাংলা ওয়াজ শোনা কী জরুরি আমল?

উত্তর

তাহিয়্যাতুল মসজিদ পড়তে চাইলে বসা যাবে না। মসজিদে প্রবেশ করে না বসে এই নামায আদায় করতে হবে। কিছুক্ষন বসে ওয়াজ শোনার পর নামায পড়া শরীয়তসম্মত। তবে এটা তাহিয়্যাতুল মসজিদ হবে না, সাধারণ সুন্নাত নামায হবে। ওয়াজ -নসীহত শোনা মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমল। এর মাধ্যমে মুসলিমরা না জানা অনেক কিছু জানতে পারে, আল্লাহ ভীরুতা বৃদ্ধি পায়। উপদেশ গ্রহনের জন্য মাতৃভাষাতে ওয়াজ শোনাই সবচেয়ে উপকারী ও কার্যকারী। তবে অন্য কোন ভাষা ভালো জানা থাকলে সেই ভাষাতেও ওয়াজ শুনতে পারেন। সাধারণ মানুষেরা ওয়াজ নসীহত খুবই কম শোনেন, শুক্রবার ওয়াজ শোনার একটা ভালো সুযোগ। প্রত্যেকেরই এই সুযোগ গ্রহণ করা উচিত।