As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5974

গুনাহ

প্রকাশকাল: 8 Jun 2022

প্রশ্ন

আমি টিউশনির কারণে, মাঝে মাঝে (সপ্তাহে আনুমানিক ২-৩) দিন আসরের সলাতের জামাতে উপস্থিত হতে পারি না। যদিও ৫ ওয়াক্ত সলাত জামাতের সাথে পড়ার নিয়ত থাকে। কিন্তু টিউশন শেষ করে পরবর্তীতে মাগরিবের ওয়াক্ত শুরু হওয়ার আগেই মসজিদে গিয়ে সম্ভব হলে ২ জন নিয়ে জামাত করে নতুবা একাকী সলাত আদায় করি। এক্ষেত্রে কি আমার গোহান হবে?

উত্তর

নামায আদায় হয়ে যাবে। তবে জামাত যেন বাদ না পড়ে সেই ব্যবস্থা করুন। গুনাহ হবে না। বিপুল সওয়াব থেকে বঞ্চিত হবেন।