As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5970

সালাত

প্রকাশকাল: 4 Jun 2022

প্রশ্ন

জামাত সহকারে সালাত পড়লে ২৫ রাকাতের ছওয়াব পাওয়া যায়। মরুভূমিতে পড়া হলে ৫০ রাকাতের ছওয়াব লাভ করা যায়। হাদীস টি কি সহীহ? এ বিষয়ে বিস্তারিত জানতে চাই।

উত্তর

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ هِلَالِ بْنِ مَيْمُونٍ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم ” الصَّلَاةُ فِي جَمَاعَةٍ تَعْدِلُ خَمْسًا وَعِشْرِينَ صَلَاةً فَإِذَا صَلَّاهَا فِي فَلَاةٍ فَأَتَمَّ رُكُوعَهَا وَسُجُودَهَا بَلَغَتْ خَمْسِينَ صَلَاةً ”  আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জামা’আতের সাথে এক ওয়াক্ত সালাত (একাকী) পঁচিশ ওয়াক্ত সালাত আদায়ের সমান। কেউ কোন মরুভূমিতে পূর্ণরূপে রুকু’-সিজদা্ সহকারে সালাত আদায় করলে সে পঞ্চাশ ওয়াক্ত সালাতের সাওয়াব পাবে। সুনানু আবু দাউদ, হাদীস নং ৫৬০। হাদীসটি সহীহ। মরুভূমিতে নামায পড়া যেহেতু কঠিন কাজ তাই সেখানে সওয়াব বেশী হবে। মরুভূমিতে একাকী বা কিংবা জামাতে নামায আদায় করার সওয়াব বহুগুণ বেশী।