As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5968

হজ্জ

প্রকাশকাল: 2 Jun 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্ন হচ্ছেঃ আমার মায়ের অসুস্থতার কারণে ঠিক মত হাটতে পারে না, এখন আমি উনাকে নিয়ে উমরাতে যাবো নিয়ত করেছি। এখন আমার জানার বিষয় হলো যখন আমার আম্মাকে হুইল চেয়ারে বসিয়ে তওয়াফ করাবো এবং সাফা মারওয়ায় সায়ী করবো তখন কি আমার টাও আদায় হয়ে যাবে? নাকি আলাদা আমার পুণঃরায় তওয়াফ ও সায়ী করতে হবে? জানালে অনেক উপকার হবে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হুইল চেয়ারে আপনার আম্মাকে তাওয়াফ করানোর সময় নিজে তাওয়াফের ও সায়ীর নিয়ত করে নিলে আপনার তাওয়াফ ও সায়ীও আদায় হয়ে যাবে। এক্ষেত্রে পৃথকভাবে আবার তাওয়াফ ও সায়ী করতে হবে না।-মুখতাসারুত তাহাবী পৃ. ৬০; আততাজরীদ, কুদূরী ৪/১৮৭৪; বাদায়েউস সানায়ে ২/৩০৮; আলমুহীতুল বুরহানী ৩/৪৪৯, মাসিক আলকাউসার, মার্চ-২০২০।