As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5963

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 28 May 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,,আশা করছি ভাল আছেন। শায়েখ আমার এলেকায় জমি বন্ধক রাখার নিয়ম হলো এক বিঘা এক লক্ষ টাকা। এই এক বিঘা জমি এক লক্ষ টাকার বিনিময়ে জমির মালিক অন্য জনের কাছে ১/২/৩/৪/৫ বছরের জন্য বন্ধক রাখে। শর্ত হলো মূল এক লক্ষ টাকা থেকে প্রতি বছর জমির মালিক এক হাজার টাকা করে কর্তন করে থাকে। এভাবে যত বছর জমিটি বন্ধক থাকবে তত বারে এক হাজার করে কর্তন করবে। এই পদ্বিতিতে জমি বন্ধক রাখা যাবে কি?

উত্তর

উত্তর: ওয়া আলাইকুমুস সালাম। বন্ধক রাখার মূল উদ্দেশ্য হলো কাউকে টাকা ধার দেয়ার পর সেই টাকা যেন খোয়া না যায় সেজন্য যাকে ধার দেয়া হয় তার কোন সম্পদ যিনি ধার দিবেন তিনি তার জিম্মায় রাখবেন। বন্ধক গ্রহীতা বন্ধকি সম্পদ থেকে কোন উপকার গ্রহন করবেন না। উপকার গ্রহণ করা জায়েজ নেই। কিন্তু এখন উদ্দেশ্যে ভিন্ন হয়ে গেছে। বন্ধক নেয়া এখন একটা সুদী ব্যবসা হয়ে গেছে।   আপনি যে পদ্ধতি উল্লেখ করেছেন সেখানে প্রতি বছর ১ হাজার টাকা কর্তন করে। অথচ ফসল হয় আরো অনেক টাকার। যত টাকার ফসল হয় তত টাকা কর্তন করাটা হলো মূল নিয়ম। এখন যেটা করছেন সেটা এক ধরণের ধোকা। এমন করা উচিত নয়। তবে কোন রকম বৈধ হতে পারে।