As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5954

জায়েয

প্রকাশকাল: 19 May 2022

প্রশ্ন

ব্যাংক এ টাকা রাখার পর সুদ আনা হইছে, খরচ করা হইছে। এখন ব্যাংক এ যে আসল টাকা টা রয়েছে সেটা দিয়ে হজ হবে কিনা!

উত্তর

জ্বী, আসল টাকা যেহেতু হালাল, তাই সেই টাকা দিয়ে হজ্ব হবে। সুদের যে পরিমাণ টাকা খেয়েছে সেই পরিমাণ টাকা সওয়াবের নিয়ত ছাড়া গরীবদেরকে দান করে দিবে।