As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5943

যিকির দুআ আমল

প্রকাশকাল: 8 May 2022

প্রশ্ন

আমি একজন ঋণ গ্রস্থ ব্যাক্তি আপনার কাছে এর আগে প্রশ্ন করেছিলাম আপনি সকাল সন্ধা এই দোওয়াটা পড়তে বলেছেন। আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়া আউজুবিকা মিনাল আজিজি ওয়াল কাসাল ওয়া আউজুবিকা মিনাল জুবুনি ওয়াল বুখলি ওয়া আউজুবিকা মিনন গলাবাতিত দাইনি ওয়া কাহরির রিজাল। হুজুর আমি সকাল সন্ধা এই দোওয়াটাও পড়ি আবার এই দোওয়াটাও পড়ি আল্লা-হুম্মাকফিনী বিহালা-লিকা ‘আন হারা-মিকা ওয়া আগনিনী বিফাদ্বলিকা ‘আম্মান সিওয়া-ক হুজুর আপনার কাছে জানতে চায় এই দুইটা দোওয়া কি এক সাথে পড়া যাবে পড়লে কি উপকার হবে আর এই দোওয়ার আগে এবং পরে কি দরুদ পড়তে হবে আমি আগে এবং পরে এই দরুদটাও পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ জানালে উপকৃত হবো

উত্তর

জ্বী, দুটো দুআ একসাথে পড়া যাবে। দরুদ শরীফ পড়তে পারেন। এই দুআগুলো পড়ার সময় দরুদ পড়া আবশ্যিক না।