As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5930

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 25 Apr 2022

প্রশ্ন

কাপড়ে কোন নাপাকি বস্তু লাগার পর উত্তমরূপে ধৌত করার পরও যদি দাগ মুছে না যায় তাহলে ঐ কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে কি ? – মো: সিদ্দুকুর রহমান, বেনাপোল, যশোর ।

উত্তর

জ্বী, যদি ভালো করে ধোয়ার পরও হালকা দাগ থেকে যায় তাহলে ঐ কাপড় পরে নামায আদায় করা যাবে।