As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 593

বিবিধ

প্রকাশকাল: 14 Sep 2007

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আব্দুল্লাহ জাহাঙ্গির স্যারের কাছে আমার প্রশ্ন ছিল যে কম্পিউটার এনিমেশন এর কাজ করা কি হারাম? আমি কম্পিউটার এনিমেশন এর কাজ করি। এই ব্যপারে বিস্তারিত জানালে খুশি হব। ধন্যবাদ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। বর্তমান পৃথিবীর অধিকাংশ আলেম ওলামা বলে থাকেন যে, কম্পিউটার এনিমেশন তথা কার্টুন অংকন করা যা ছোট শিশুরা দেখে বিনোদন হিসেবে তা বৈধ। তাই বলা যায় যে, আপনার কর্ম বৈধ। তবে আপনাকে মনে রাখতে হবে অশ্লীল কার্টুন অংকন করা কোন ভাবেই জায়েয হবে না। আল্লাহ ই ভাল জানেন।