As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5925

বিবিধ

প্রকাশকাল: 20 Apr 2022

প্রশ্ন

আসসালামু আ’লায়কুম, শাইখ। আমার দুটি প্রশ্ন – ১। যেসব ফরয সালাতে জোরে কিরাত পড়া আবশ্যক সেসব ফরয সালাত যদি আমি একা আদায় করি তাহলেও কি কিরাত জোরে পড়বো? ২। একজন ইসলামে ব্যবসার নিয়মকানুন সংক্রান্ত বই খুঁজছেন। এরকম কোনো বই আছে কী?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এককিী সালাত আদায় করলে জোরে কুরআন পড়া আবশ্যক নয়। আস্তে পড়ারও সুযোগ আছে।

২। বই বাজারে থাকবে। প্রশিদ্ধ কোন লাইব্রেরীতে খোঁজ করবেন।