As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5923

জায়েয

প্রকাশকাল: 18 Apr 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম,হুজুর। আমার প্রশ্ন হলো ১: অনলাইনে বিভিন্ন ইসলামিক বই এর পিডিএফ পাওয়া যায়। যেগুলো ফ্রিতে ডাউনলোড করা যায়। কিন্তু সেগুলোর মূল উৎস এবং বই এর লেখকগন সেগুলোর পিডিএফ ডাউনলোড করার অনুমতি দেয় কিনা জানা নেই। এখন সেই বইগুলো আমার জন্য ডাউনলোড করা জায়েয হবে কি?    

 ২:  আপনারা কি ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ এর বইগুলো র পিডিএফ ফ্রিতে পড়ার অনুমতি দেন?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ফ্রীতে ডাউনলোডের সুযোগ থাকলে সেগুলো সে পিডিএফগুলো ডাউনলোড করে পড়লে আশা করি সমস্যা হবে না। যখন ফ্রীতে ডাউনলোডের সুযোগ থাকে তখন অনুমতি রয়েছে বলে গণ্য হবে। একজন পাঠকের পক্ষে এর চেয়ে বেশী অনুসন্ধানের সুযোগ থাকে না। তবে যদি কোনভাবে নিশ্চিত হওয়া যায় যে, মূল লেখকের বা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পিডিএফ ছাড়া হয়েছে তাহলে ডাউনলোড করা জায়েজ হবে না।

২। জ্বী, আমাদের যে বইগুলো পিডিএফ দেয়া আছে সেগুলো সব ফ্রীতে ডাউনলোড করা যায়। সে ডাউনলোড করে পড়তে পারেন।