আস-সালামু আলাইকুম,হুজুর। আমার প্রশ্ন হলো ১: অনলাইনে বিভিন্ন ইসলামিক বই এর পিডিএফ পাওয়া যায়। যেগুলো ফ্রিতে ডাউনলোড করা যায়। কিন্তু সেগুলোর মূল উৎস এবং বই এর লেখকগন সেগুলোর পিডিএফ ডাউনলোড করার অনুমতি দেয় কিনা জানা নেই। এখন সেই বইগুলো আমার জন্য ডাউনলোড করা জায়েয হবে কি?
২: আপনারা কি ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ এর বইগুলো র পিডিএফ ফ্রিতে পড়ার অনুমতি দেন?