As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5921

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 16 Apr 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম কেমন আছেন? আমার মা আর বৌ এর মধ্যে মিল নেই, আমার আজকে 6 বছরের সংসার, আমি নিরপেক্ষ যাচাই করে দেখলাম আমার মা আর বোনের দোষ 85% ওরা আমার বৌ কে আপন করতে পারেনা, ভুল বুঝে শুধু, আর আমার আত্মীয় স্বজনদের সবাইকে আমার বৌ এর নামে মিথ্যা বলে বেড়ায়! আমার মা বোন যাদেরকে আমার বৌ এর দোষ বুঝায় তারা যখন আমার বৌ কে খারাপ ভেবে আমাকে এসে আমার বৌ এর দোষ বলে আর আমি যখন জানি এটা মিথ্যা অপবাদ তখন আমার করণীয় কি? যদি আমি সত্য বলি তাহলে আমার মা বোন ছোটো হবে আর আমি যদি কিছু না বলে চুপ থাকি তখন আমার আমার বৌ কে সবাই দোষী মনে করবে এই ক্ষেত্রে আমার করণীয়রাখবেন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বাংলাদেশে দুয়েকটা ব্যতিক্রম বাদে বৌ আর শ্বাশুড়ির মধ্যে মিল থাকে না। উভয়ে এক স্থানে থাকলে এরকম গীবত তারা করে বেড়াবে, এটাও অনাকাঙ্খিত সত্য। সুতরাং এটা নিয়ে খুব বেশী বিচলিত হওয়ার দরকার নেই। প্রতিবেশীরা যখন মায়ের কথায় প্রভাবিত হয়ে বৌয়ের নামে আপনার কাছে অভিযেগ করবে, তখন আপনি উপরের কথাটায় বলবেন যে, বৌ-শ্বাশুড়ী একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করবেই, তার কোন কালে একে অন্যকে ভাল বলে না, একে অন্যের সাধে ভাল আচরণ করে নি, কোন কালে করবেও না সুতরাং কারো কথায় কান দেয়ার দরকার নেই। তাদেরকে তাদের পরিবার নিয়ে থাকতে বলবেন, অন্যের দিকে নযর না দিয়ে নিজেদের দিকে নজর দিলে সেটা কল্যানকর হবে। যদি অবস্থা বেশী বেগতিক হয়, তাহলে বৌকে নিয়ে আলাদা বাসায় থাকবেন, মায়ের প্রয়োজনীয় খোঁজ নিবেন।