As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5917

জায়েয

প্রকাশকাল: 12 Apr 2022

প্রশ্ন

আসসালামু আলাইকুম, বর্তমানে সরকার টিসিবির পণ্য দেয়ার জন্য সবাইকে কার্ড দিচ্ছে; কিন্তু কিছু লোক কার্ড ছাড়াও এই পণ্যগুলো অতিরিক্ত টাকা দিয়ে চেয়ারম্যানের অফিস থেকে সরাসরি সংগ্রহ করে থাকে। একজনের জন্য যদিও একটি করে এক মাসে বরাদ্দ থাকার কথা কিন্তু অতিরিক্ত টাকা দেয়ার ফলে সেখান থেকে যত খুশি পণ্য নেয়া যায়। যারা এই কাজগুলো করে তাদের ভাষ্য হচ্ছে ট্রাকে অবশিষ্ট যা বিক্রি হয় না সেগুলোই তারা এখানে মানুষকে দেন। কিন্তু আমরা যতদূর জানি, টিসিবির পণ্যের জন্য দীর্ঘ লাইন থাকে এবং মানুষ বেশিরভাগ সময়ই পণ্য পায়না। যেমন টি কাবিখা কর্মসূচিিতে গ্রামে হয়ে থাকে। অর্থাৎ, চেয়ারম্যানের লোকেরা অভাবী মানুষদের না দিয়ে বাইরে পণ্য গুলো বিক্রি করে দেয়। এই অবস্থায়, অতিরিক্ত টাকা দিয়ে কার্ড ছাড়া কি পণ্য নেয়া জায়েজ হবে? অতিরিক্ত টাকা দিয়ে কার্ড ছাড়া যে পণ্য আমি নিচ্ছি, সেটা কি আমি খোলা বাজারে বিক্রি করতে পারব? 

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, টিসিবির পণ্য এভাবে চেয়ারম্যানের বিক্রি করা জায়জ নেই, অন্যদের কার্ড ছাড় কেনাও জায়েজ নেই। কিনে বিক্র করাও জায়েজ শুধুমাত্র কার্ডধারীদের কাছে নির্ধারিত মূল্যে বিক্রি করতে হবে। নেই।