জুমার নামাজে মসজিদের ছাদে জায়গা থাকা সত্ত্বেও যদি কেহ বা কাহারা মসজিদের বাইরে রাস্তায় নামাজ আদায় করে লোকজন চলাচলের রাস্তা তাহলে তাহাদের নামাজ হবে কিনা অথবা নামাজ রাস্তায় জায়েজ হবে কি? জানাইলে উপকৃত হব
উত্তর
নামায শুদ্ধ হবে, তবে বিনা কারণে চলাচলের রাস্তায় নামায পড়া ঠিক হবে না।