As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5914

অর্থনৈতিক

প্রকাশকাল: 9 Apr 2022

প্রশ্ন

যদি কোনো হালাল ব্যবসায় বিনিয়োগ করা হয় এবং দোকানদার ব্যবসার অংশীদার হিসেবে সপ্তাহে প্রতি হাটবার (সপ্তাহে ২ হাট বার) কিছু টাকা ব্যবসার মুনাফা থেকে আমাকে দেয় এটা কি হালাল হবে? ## দোকাদার ব্যবসার অংশীদার হিসেবেই আমাকে নিতে চাচ্ছে। ## দোকানটি একটি হাটে হওয়ায় প্রতি হাটবারে সে একটি লভ্যাংশ আমাকে দিতে চাচ্ছে। ## লভ্যাংশ টা সে নিজে নির্ধারন করেছে। ##আমার সাথে তার ব্যবসার মুনাফা ভাগ নিয়ে কোনো কথা কাটাকাটি হয়নি, সে ব্যবসার যেই লভ্যাংশ দিতে চেয়েছে সেটা -তেই আমি রাজি হয়েছি। ##এই নিয়মে ব্যবসা করলে এটা কি হালাল হবে?

উত্তর

জ্বী, টাকা বিনিয়োগ করে ব্যবসার মুনাফা হিসেবে আপনি হাটবারে টাকা নিতে পারবেন। মুনাফার অংশ তিনি যদি ভাগ করেন আর আপনি যদি মেনে নেন তাহলে কোন সমস্যা নেই।