আমি যখন ছোট ছিলাম পানিতে পড়ে গিয়ে ছিলাম, এছাড়া আরো নানা সমস্যার সম্মূখিন হয়ে ছিলাম। এই অবস্থা আমার নানী, আমার মা,বাবা সপ্নে দেখেন, যে তাদের কে বলা হচ্ছে আল্লাহর রস্তে বা রাস্তায় একটা গরু দান করার জন্য। পরবর্তিতে মা বাবা বলেছিলেন যে মসজিদে একটা গরু দিবেন, তবে আমার বিবাহর পূর্বে (আমি এখনো বিবাহ করিনি) এখন গরুটা কি মসজিদেই দিতে হবে, নাকি, গরিব, এয়াতিমদের দিলেই হবে।এই মানত কি ইসলাম ধর্মের বিধিবিধান অনুযায়ি জায়েজ?