As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5913

মানত

প্রকাশকাল: 8 Apr 2022

প্রশ্ন

আমি যখন ছোট ছিলাম পানিতে পড়ে গিয়ে ছিলাম, এছাড়া আরো নানা সমস্যার সম্মূখিন হয়ে ছিলাম। এই অবস্থা আমার নানী, আমার মা,বাবা সপ্নে দেখেন, যে তাদের কে বলা হচ্ছে আল্লাহর রস্তে বা রাস্তায় একটা গরু দান করার জন্য। পরবর্তিতে মা বাবা বলেছিলেন যে মসজিদে একটা গরু দিবেন, তবে আমার বিবাহর পূর্বে (আমি এখনো বিবাহ করিনি) এখন গরুটা কি মসজিদেই দিতে হবে, নাকি, গরিব, এয়াতিমদের দিলেই হবে।এই মানত কি ইসলাম ধর্মের বিধিবিধান অনুযায়ি জায়েজ?

উত্তর


মসজিদের জন্য মানত করা হলে তার সাধারণ দান হিসেবে গণ্য হবে। মসজিদের জন্য মানত করা যায় না। মানত করতে হয় গরীব অসহায়দের জন্য। সুতরাং আপনি ইচ্ছা করলে মসজিদে সে টাকা দান করতে পারেন অথবা মসজিদে দান না করে কোনো গরিব ব্যক্তিকেও দিতে পারবেন। শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা নেই। এটা হানাফী মাজহাবের অভিমত। অন্যান্য বহু আলেম বলেছেন, যেখানে দান করার নিয়ত করা হয়, সেখানেই দান করতে হবে। সুতরাং মসজিদ ছাড়া অন্য কোথাও দেয় যাবে না।

আলফিকহুল ইসলামিয়্যু ও আদিল্লাতুহু, ৪/১২৫