As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5911

বিবাহ-তালাক

প্রকাশকাল: 6 Apr 2022

প্রশ্ন

স্ত্রী যদি তালাক দেয় এবং স্বামী যদি সেটা না মানে, তাহলে কি তালাক কার্যকর হবে? কারও কোনো পরকীয়া নেই। বিভিন্ন অবহেলার কারণে স্ত্রী তালাক দিতে চাচ্ছে। কিন্তু স্বামী তাকেই ভালবাসে। এ-ব্যাপারে কিছু বলুন।

উত্তর

স্বামী যদি স্ত্রী কে তালাক গ্রহণের অনুমতি দেয় আর স্ত্রীর সেই অনুমতির ভিত্তিতে নিজের উপর তালাক গ্রহণ করে তাহলে তালাক হবে। স্ত্রী তালাক দিলে স্বামী মেনে নিলে তালাক হবে না। মহিলাদের তালাক দেয়ার অনুমতি নেই। স্বামী অনুমতিক্রমে নিজের উপর তালাক গ্রহনের অধিকার আছে।