As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5899

পবিত্রতা

প্রকাশকাল: 25 Mar 2022

প্রশ্ন

ওযু করার পর যদি কাপড়ে সাবানের ফেনা বা সাবানের পানি গায়ে লাগে তাহলে কি করনীয়

উত্তর

সাবানের পানি বা ফেনা নাপাক বা অপবিত্র নয়, সুতরাং সাবানের পানি বা ফেনা কাপড়ে লাগলে সেই কাপড় পরে সালাত আদায় করতে কোন সমস্যা নেই। তবে পরিচ্ছিন্নতা জন্য ধুয়ে নিতে পারেন।