আসসালামু আলাইকুম। আমি অনেককেই দেখি যে তারা উযু শেষ করে আকাশের দিকে তাকিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করে এবং কালিমা শাহাদাত পাঠ করে। কিন্তু আমি উযু শেষ করে এরকম কিছু না করে শুধুমাত্র কালিমা শাহাদাত পাঠ করি এবং ” আল্লা-হুম্মাজ‘আলনী মিনাত্ তাওয়াবীনা ওয়াজ‘আলনী মিনাল মুতাতাহ্হিরীন। ” এই দুআ পাঠ করি। দয়া করে উযু শেষ করে কোন দুআ পাঠ করতে হবে এ বিষয়ে সুন্নাত কি সেটা জানাবেন।