As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5893

আকীদা

প্রকাশকাল: 19 Mar 2022

প্রশ্ন

বিকেলের যে জিকির আজগার গুলি আছে, সেগুলো কখন করতে হবে?

উত্তর

যে যিকিরের ক্ষেত্রে হাদীসে বিকেলে সূর্যাস্তের আগে পড়তে বলা হয়েছে সেটা সূর্যাস্তের আগেই পড়তে হবে। তবে সন্ধার যিকিরগুলো মাগরিবের পর আদায় করতে হবে। বিস্তারিত জানতে দেখতে পারেন “রাহে বেলায়াত়” গ্রন্থের ৪৭৯ পৃষ্ঠা। “