As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5892

বিবিধ

প্রকাশকাল: 18 Mar 2022

প্রশ্ন

আসসালামু আ’লায়কুম, শাইখ। ১। মনে করুন, কোনো শিরকি বা বিদআতি বা কুফরি উৎসব এর আগমনের কারণে কিছু জিনিস বিক্রি করা হচ্ছে। এখন, ঐ জিনিসটি যদি মূলত হালাল হয় তবে কী ঐ স্থান থেকে ঐ জিনিস কেনা যাবে? আমার বাসায় একটা মোমবাতি আনা হয়েছে,যা পূজা উপলক্ষে বিক্রি করা হচ্ছিল। এখন, ঐ মোমবাতি যদি আমি না জালিয়ে অন্য কেউ জালায় তবে আমি কী ঐ মোমবাতির আলো দিয়ে দেখতে পারবো? ২।যদি জামাতে সালাত আদায়কালীন মুক্তাদি ইচ্ছা করে কোনো ওয়াজিব বাদ দেয় তবে তা করণীয় কী?আর রুকু ও সিজদা থেকে ওঠার পর দাঁড়ানো বা বসা যদি ইমামের সাথে না হয়,অর্থাৎ আমি ওঠার আগে ইমাম সিজদায় চলে যান তবে আমার সালাত কী হবে? 

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি জ্বালানো আর আরেক জ্বালানোর মধ্যে কী পার্থক্য? মোমবাতি তো একই। সারা দেশে এতো দোকান থাকতে পূজায় গিয়ে কেন মোমবাতি কিনতে হবে, এটা বোধগম্য নয়। বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠাবে বা শিরকী বিদআতী কোন অনুষ্ঠানে যাবেন না, কিছু কিনবেন না, কিনে ব্যবহারও করবেন না। এসব করা মানে তাদেরকে সহযোগিতা করা। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন,(ولا تعاونوا على الإثم والعدوان) মন্দকর্ম ও সীমালংঘনের কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। সূরা মায়েদা, আয়াত নং ২।