আসসালামু আ’লায়কুম, শাইখ। আমার প্রশ্ন – ১। যদি কোনোস্থানে নাপাকি আছে বলে প্রবল সন্দেহ থাকে এবং সেখানে আমার কাপড় লেগে যায় তবে কি করণীয়? ২। বায়ু নির্গত হওয়ার ক্ষেত্রে কি শব্দ শোনা বা গন্ধ পাওয়া গেলে অযু ভংগ হয়েছে বলে ধরা হবে? ৩।আসলে শাইখ আমার এখনও অনেক প্রশ্ন বাকি। কিন্তু সবগুলোপ্রশ্ন একসাথে করে আপনাদের বিরক্ত করতে চাই না।আমি কিভাবে দ্রুত আমার প্রশ্নের উত্তর পেতে পারি? এ বিষয়ে কোনো বই আছে কি? আর আমার মনে খুব বেশি প্রশ্ন ও সন্দেহ আসে। আমি কি করে এটা থেকে মুক্তি পেতে পারি?