As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5870

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 24 Feb 2022

প্রশ্ন

আসসালামু আলাইকুম। একটা কথা জানতে চাচ্ছি, জানালে উপকার হতো। আমি চাই সবার সাথে মিলেমিশে থাকতে। আমি আমার শশুড় শাশুড়ির সাথে একসাথে ৭ বছর ধরে আছি। আমার বড় ২ ভাসুর/ জা আছে।তারা সবসময় আমার সাথে হিংসা করে।কারন আমি শশুর শাশুড়ির সাথে থাকি। আমার সাথে কথা বলা বন্ধ করে দিছে।আমি কয়েকবার কথা বলার চেষ্টা করেছি। কয়েকদিন কথা বলে তারপর আগের মত কথা বলা বন্ধ করে দেয়।আমি ইচ্ছে করে আত্মীয় সাথে সম্পর্ক নষ্ট করছি না। কুরআন আছে আত্মীয়র সাথে সম্পর্ক নষ্ট করলে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই ক্ষেএে আমার করনীয় কি? জানালে উপকার হতো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।যদি তারা বিনা কারণে কথা বন্ধ করে রাখে, তাহলে তারা দায়ী থাকবে। আপনি আপনার প্রয়োজনীয় কথা তাদের সাথে বলবেন। আপনি তাদের সাথে কথা বন্ধ করবেন না। মুরব্বীদের সাথে থাকবেন, সাধ্যমত তাদের খেদমত. দেখাশোনা করবেন। সবার সাথে ভালো ব্যবহার করবেন। ইনশাআল্লাহ এক সময় তারা হিংসা ত্যাগ করবে।