As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5869

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 23 Feb 2022

প্রশ্ন

আসসালামু আলাইকুম ১. কোন ব্যক্তি কি তার জীবিত অবস্থায় তার জমি বিক্রির টাকা থেকে তার সন্তান্দেরকে কে টাকা ধার দিল এই লিখিত বা মৌখিক চুক্তিতে যে, ব্যক্তি যখন চাইবে তাকে ফেরত দিতে হবে যদি এর মধ্যে ব্যাক্তির মৃত্যু হয় তাহলে সেই সন্তান মিরাসের অংশ হিসাবে বাকি টাকা পাবে অথবা ফেরত দিবে ?

উত্তর

ঐ টাকা মৃত ব্যক্তির সম্পদ হিসেবে গণ্য । সুতরাং সেই ছেলে এই টাকা ফেরত দিবে এবং সেই টাকা সকল ওয়ারিশদের মাঝে নিয়ম অনুযায়ী বন্টিত হবে।