As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5864

বিবাহ-তালাক

প্রকাশকাল: 18 Feb 2022

প্রশ্ন

আসসালামু আলাইকুম। অনেকেই বলে যে বিয়ে করা নাকি ফরজ। কিন্তু আমি জানি যে বিয়ে করা ব্যক্তি অনুযায়ী ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, মুস্তাহাব হতে পারে। এমনকি কেউ বিয়ে নাও করতে পারে। সঠিক কোনটা হবে দয়া করে জানাবেন। এবং আমি আরো জানতে পেরেছি যে ইমাম ইবনু তাইমিয়্যাহ ও ইমাম নববী (রহঃ) নাকি সারাজীবন কোনো বিয়ে করেননি। এ কথাটি কি ঠিক দয়া করে জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নিজেকে নিয়ন্ত্রন করতে পারে, গুনাহ থেকে বেচেঁ থাকতে পারে বিবাহ তার জন্য ফরজ নয়। তবে বিবাহ করা একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। একটি গুরুত্বপূর্ণ সুন্নাহকে ইচ্ছাকৃতভাব বাদ দেওয়া ভালো মুসলিমের কাজ নয়। যদি বিবাহ না করার পিছনে গ্রহনযোগ্য কোন কারণ থাকে তখন ভিন্না কথা। হাদীসে রাসূলুল্লাহ সা. বলেছেন يَا مَعْشَرَ الشَّبَابِ، مَنِ اسْتَطَاعَ البَاءَةَ فَلْيَتَزَوَّجْ، فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْصَنُ لِلْفَرْجِ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ হে যুবকের দল! তোমাদের মধ্যে যে ব্যক্তি বিয়ে করার সামর্থ রাখে সে যেন তা করে নেয়। কারণ বিয়ে চোখ অবনতকারী এবং লজ্জাস্থানকে হেফাজতকারী। আর যে ব্যক্তি বিয়ে করার সামর্থ রাখে না সে যেন সিয়াম রাখে। কেননা সিয়াম যৌন উত্তেজনাকে কমিয়ে দেয়’’। সহীহ বুখারী, হাদীস নং ৫০৬৬। অন্য হাদীসে আল্লাহ রাসূল সা, বলেন, مَنْ رَزَقَهُ اللَّهُ امْرَأَةً صَالِحَةً، فَقَدْ أَعَانَهُ عَلَى شَطْرِ دِينِهِ، فَلْيَتَّقِ اللَّهَ فِي الشَّطْرِ الثَّانِي আল্লাহ যাকে সতী মহিলা দান করল তাকে দ্বীনের অর্ধেক বিষযে সাহায্য করল, অতএব বাকি অর্ধাংশের বিষয়ে যেন সে আল্লাহকে ভয় করে। ” আলমুসতাদর হাকীম, হাদীস নং ২৬৮১। হাদীসটিকে ইমাম জাহাবী সহীহ বলেছেন। ইমাম ইবনু তাইমিয়্যাহ ও ইমাম নববী (রহঃ) সারাজীবন কোনো বিয়ে করেন নি, এটা ঠিক। তাদের হয়তো গ্রহনযোগ্য কোন ওযর থাকতে পারে। তাদের হিসাব তারা দিবে, আমাদের হিসাব আমাদের কাছে চাওয়া হবে।