As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5856

আকীদা

প্রকাশকাল: 10 Feb 2022

প্রশ্ন

আস-সসালামু অলাইকুম, শায়েখ। আমি একজন কলেজ ছাত্র। প্রায় সময় ঘুমালে হটাত জেগেই মনে হয় আমি আমি যদি এখন মারা যাই, আমার তো হিসাব নিকাশ নেওয়া হবে। আমি গত প্রায় ১ বছর এমন অনুভব করি দিনে রাতে যখন ই ঘুমাই প্রায় সময় এমন হয়। আমার ঘুম থেকে উঠার পর আমার আফসোস হয় এই উপলব্ধিটা যদি আমার সারাক্ষণ থাকত। যখন আমার এমন অনুভূতি হয় তখন অনেক ছটফট করি। কিন্তু সামান্য সময়ের জন্য। এ সম্পর্কে একটু বলবেন। আরেকটি প্রশ্ন হলো আমার দাদি মারা গেছেন ২০১৫ সালে। সম্ভবত গতকালই প্রথম আমি তাকে স্বপ্নে দেখি। আমি দেখি খবর আসছে তিনি মারা গেছে। এ সম্পর্কেও বলবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মৃত্যুর কথা হৃদয়ে আসা ভালো। এতে গুনাহের কাজ ছাড়তে সহজ হয়। সকল ফরজ ও ওয়াজিবগুলো যথাযথ পালন করবেন, সুন্নাতগুলোর প্রতি গুরুত্ব দিবেন, হালাল-হারাম মেনে চলবেন। সালাত মনোযোগের সাথে আদায় করবেন। মৃত্যুর কথা বেশেী বেশী স্মরণ করবেন। আর স্বপ্ন নিয়ে বেশী ভাবার দরকার নেই। বিভিন্ন কারণে মানুষ স্বপ্ন দেখে। দাদীর জন্য দুআ করবেন, দান-সদকা করবেন।