আসসালামু আলাইকুম, আমি কয়েকদিন আগে একজন পুত্র সন্তানের জনক হয়েছি। আলহামদুলিল্লাহ, তার মায়ের পছন্দে তার নাম রাখা হয় “মেহমেদ বিন হাসান” এখন আমার প্রশ্ন হচ্ছে, উক্ত নাম ‘মেহমেদ বিন হাসান’ রাখা কি উচিত হয়েছে? মেহমেদ নাকি মোহাম্মদ এর বিকৃত নাম? এবিষয়ে আমার করণীয় কি?