আমার বয়স ২৭ বছর। আমার একটা ছেলের সাথে সম্পর্ক আছে। সম্পর্কটা ৪ বছরের তবে আমাদের মধ্যে তেমন কোন ঘনিষ্ঠ সম্পর্ক কখনোই হয় নাই। দেখা বা ফোনে কথা বলাও অনেক কম হতো। এতোদিন একটা হারাম সম্পর্কে ছিলাম। আগে হারাম হালাল সম্পর্কে এতো ভাবিনি। এখন দু’জনই চাচ্ছি সম্পর্কটা কে হালাল করতে। তবে ছেলের পরিবারে সমস্যা না থাকলেও আমার পরিবারে সমস্যা আছে। আমার এক বড় আপু আছে যার এখনও বিয়ে হয় নাই। আপুর বিয়েও কেন জানি হচ্ছে না। এমন অবস্থায় আমাকে পরিবার থেকে বিয়ে দিবে না জানিয়ে দিয়েছেন। আমার বিয়ের প্রয়োজনীয়তাও আমি অনুভব করছি। অন্য দিকে ঐ হারাম সম্পর্কেও থাকতে চাচ্ছি না। আবার অনেকের কাছেই শুনেছি বাবা মায়ের অনুমতি ছাড়া নাকি বিয়ে টা সারাজীবন হারাম/অবৈধ থাকে এবং কি যে সন্তান হয় তারাও নাকি অবৈধ থাকে। এমতাবস্থায় আমরা যদি নিজেরা বিয়ে করি তাহলে তা কি হালাল হবে?