As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5846

হালাল হারাম

প্রকাশকাল: 31 Jan 2022

প্রশ্ন

আমার একটা প্রশ্ন। কম্পিউটার এর দোকানের বিষয়ে। আমরা তো কম বেশি অনেক কাজ করি। তার মধ্যে একটা কাজ যেটা হলো পাসপোর্ট সাইজের ছবি। ধরেন একটা স্কুলের পুরো কাজের দায়িত্ব থাকে সেইখানে অনেক কাজ আছে মেয়েদের পাসপোর্ট সাইজের ছবি করতে হয়। আবার রেজিস্ট্রেশন ফ্রম ফিলাপ এই গুলো সময় তাদের কাজ করতে হয়। আবার মেডিকেল কলেজের ফ্রম ফ্লাপের জন্য অনেক আপুদের পাসপোর্ট সাইজের ছবি বের করতে হয়। যত দ্রুত সম্ভব কাজ করে দেয় বিশেষ করে এই বিষয়ে। এখন আমার কথা হচ্ছে এই কাজ কি জায়েজ হবে। যেহেতু এটি দরকারি একটা কাজ। শুধু পাসপোর্ট যেটা ইমার্জেন্সি দরকার। এত ছাড়া অন্য কোনো ধরনের মেয়েদের ছবি বের করা হয় না। শুধু পাসপোর্ট

উত্তর

এই ছবি তোলা এখন যেহেতু আবশ্যকীয়, তাই এই কাজ করা না জায়েজ হবে না ইনশাঅল্লাহ। তবে যতটা সম্ভব মেয়েদের ছবি না দেখার বা এড়িয়ে চলার চেষ্টা করবেন। সবচেয়ে ভালো হয় মেয়েদের ছবিগুলোর কাজ মেয়েরা করা আলাদা রুমে।