১) চার রাকাত সুন্নত নামাজের প্রতি রাকাতে কি সূরা ফাতিহা সাথে অন্য সূরা মিলাতে হবে? ২) আমার বাবা একটু মাজারপন্থি, ইবাদতে অনেক বেদাত রয়েছে, ব্যক্তি হিসেবে অনেক রাগি, তাই তাকে কিছু বুঝানো যায় না, বুঝাতে গেলে অনেক রেগে যায়, কি করতে পারি?
উত্তর
হ্যাঁ, সুন্নাত নামাযের প্রতি রাকআতে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলালতে হবে বা কুরআনের কয়েকটি আয়াত পড়তে হবে।
২। তিনি যেন রেগে না যান, সেদিকে খেয়াল করে সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব বুঝানোর চেষ্টা করবেন। সাধ্যের বাইরে আপনার কোন কাজ নেই।