As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5841

গুনাহ

প্রকাশকাল: 26 Jan 2022

প্রশ্ন

আস-সালামু আলালাইকুম! কাগজ ছেড়া কি গুনাহ এর কাজ? আমি শুনেছি কাগজ ছিড়লে নাকি আব্বুর গুনাহ হয়? বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। অযথা কাগজ ছেড়া তো একটা বড় ধরণের অপচয়, আর অপচয় করলে তো গুনাহ হবেই। যে কাগজ ছিড়বে তার গুনাহ হবে। পুত্রের অপরাধের কারণে পিতার গুনাহ হবে না।